চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষ, নিহত যুবদলকর্মী সাজ্জাদ

 
                                            
                                    
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সাজ্জাদ (২৬) নামে এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন, যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বাকলিয়ার এক্সেস রোড এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, মেয়রের ছবিযুক্ত ব্যানার সরানোকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাজ্জাদ গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তবে স্থানীয় একটি সূত্রের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ চলছিল। ব্যানার সরানো ঘটনাটি ছিল এর সাম্প্রতিক সূত্রপাত।
প্রত্যক্ষদর্শী মিনহাজুল ইসলাম বলেন, “রাতের দিকে হঠাৎ গুলির শব্দ শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ি। পরে দেখি কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে।”
চমেক হাসপাতালে ছাত্রদলের নেতা পরিচয়ে জিএম সালাউদ্দিন আসাদ অভিযোগ করেন, “যুবলীগের সন্ত্রাসীরা যুবদলের পরিচয় দিয়ে অপকর্ম করছে। মেয়রের ছবি লাগানো ব্যানার খুলতে গেলে তারা হামলা চালায়। ভবনের ছাদ থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়।”
চট্টগ্রাম মহানগর যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল বাদশা বলেন, “হামলাকারীরা আগে যুবলীগ করত। ৫ আগস্টের পর তারা যুবদলের নামে কাজ করছে। হামলার আগে তারা বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেয়।”
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, “গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির আঘাত ছিল। গুলিবিদ্ধসহ আরও আটজন হাসপাতালে ভর্তি রয়েছেন।”
ভিওডি বাংলা/জা
 
                             
                         
                 
                





