• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধুপুরে দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৭ অক্টোবর ২০২৫, ০২:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর-এর আয়োজনে “স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে মধুপুর সনাক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ের সংগঠন অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। 

সভায় বক্তারা সেবাখাতের উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে নাগরিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. বজলুর রশিদ খান। মূল আলোচ্য বিষয় উপস্থাপন করেন সনাক সদস্য হাফিজা খানম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান এবং ক্লাস্টার কো-অর্ডিনেটর মাহান উল হক।

সভায় টিআইবি কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সনাক সভাপতি মো. আব্দুল মালেক, ডা. শামসুল হক, শ্রীকুমার গুহ নিয়োগী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সামাদ তালুকদার, মো. শামসুল আলম, হাফিজা খানম, সাজেদা খাতুন, টিআইবি মধুপুরের এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং, ও গৌরাঙ্গ বর্মন প্রমুখ।

মুক্ত আলোচনায় অংশ নেন ইয়েস ও এসিজি প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন ইয়েস দলনেতা হাবীবুর রহমান খান, সেলিনা পারভীন, পূর্ণ প্রসাদ নিলয়, এসিজি সমন্বয়কারী মো. কবির হোসেন, তসিরউদ্দিন তানভীর, হুমায়ুন কবির, মো. সুমন মিয়া, চামেলী চাম্বুগং, সজিব হোসেন, আলী আকবর এবং মোশারফ হোসেন প্রমুখ।

সভা শেষে উপস্থিত সবাই দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। সমাপনী পর্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’
বাঁশখালীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে ‘পাপ্পা’
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা
এতিম মরিয়মের দায়িত্বে শিশু ইসমাইল ও সংসার এর বোঝা
গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি
গণভোটের বিষয়টি এখনও কমিশনের নজরে আসেনি: ইসি