যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালিতে মূখর রাজবাড়ী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, পৌর যুবদলের আহ্বায়ক সামসুল আলম রানা, সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ গিটারসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পথসভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। এই নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফেরানোর লড়াই।”
তিনি আরও বলেন, "যুবদলের আজকের এই র্যালি ও পথসভা কেবল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক এবং আগামী নির্বাচনের প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ বার্তা।
ভিওডি বাংলা/ এমএইচ







