হৃদরোগে নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির,আফতাবগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
সোমবার (২৭ অক্টোবর)ভোর ৫ টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরহুম অধ্যাপক নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ধারাবাহিকভাবে দুই মেয়াদে নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে এলাকায় তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব ছিলেন।
তিনি নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের লালঘাট গ্রামের ইউনুস আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী,ভাই ,বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে নবাবগঞ্জ উপজেলা ও দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ভিওডি বাংলা/ এমএইচ







