বরগুনা-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর পথসভা

বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কর্নেল (অব.) হারুনুর রশিদ খান, পিএসসি, এমএসসি, ইউএনবিএম, শনিবার দিনভর পাথরঘাটা উপজেলায় বিভিন্ন স্থানে জনসংযোগ ও পথসভা করেছেন।
দিনব্যাপী তিনি পৌর শহর, বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, কুশল বিনিময় করেন এবং স্থানীয় সমস্যাগুলোর কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি জনগণের পাশে থেকে সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কর্নেল (অব.) হারুনুর রশিদ খান বলেন,রাজনীতি আমার কাছে কোনো পদ-পদবির বিষয় নয়; এটি মানুষের কল্যাণে কাজ করার একটি পবিত্র অঙ্গীকার। আমি চাই বরগুনা-২ আসন উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও মানবিকতার উদাহরণ হোক। মানুষ আমাকে যেভাবে গ্রহণ করছে, তা আমাকে আরও অনুপ্রাণিত করছে।
স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও তরুণরা জানান, সাবেক এই সেনা কর্মকর্তা একজন সৎ, শৃঙ্খলাবদ্ধ ও সমাজবান্ধব ব্যক্তি। তাদের বিশ্বাস, তিনি এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
রিকশাচালক মনিরুল ইসলাম বলেন,আমরা এমন একজন নেতা চাই, যিনি আমাদের কষ্ট বুঝবেন। কর্নেল হারুন আমাদের কাছ থেকে নিতে আসেননি, দিতে এসেছেন।
জনসংযোগের পুরো সময়জুড়ে কর্নেল হারুনুর রশিদ খানের সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, তরুণ সমর্থক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।
ভিওডি বাংলা/ এমএইচ







