• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নড়াগাতীতে ইয়াবাসহ দুই যুবক আটক

নড়াইল প্রতিনিধি    ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নড়াইলের নড়াগাতি থানার ডুমুরিয়া এলাকা থেকে ১৫ পিচ ইয়াবাসহ  মোঃ কিবরিয়া মোল্লা(৩৫) ও মোঃ জনি মোল্লা(২১) নামে ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ। ২৪ অক্টোবর রাত ৯ টার দিকে রুবেলের মিনি পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত  মোঃ কিবরিয়া মোল্লা ডুমুরিয়া গ্রামের ফরিদ মোল্লার ছেলে ও মোঃ জনি মোল্লা একই গ্রামের ফিরোজ আলীর ছেলে।  

পুলিশ সূত্রে জানা যায়, নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) এফ. এম. তারেক, এএসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ডাদের আটক করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৫(পনের) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

 নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন, এ বিষয়ে  নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০