জামায়াতের নেতাকর্মীদের হাতে বিএনপির সভাপতি আহত

কুষ্টিয়ায় জামায়াতের নেতাকর্মীদের হাতে ইউনিয়ন বিএনপির সভাপতি আহত। সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া জামে মসজিদে রাজনৈতিক বক্তব্য দিতে বাধা দেওয়ায় মুফতি আমির হামজার অনুসারীদের হামলায় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মসজিদ কমিটির সভাপতি আব্দুল হান্নান আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ অক্টোবর) আসরের নামাজের পর। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আহত বিএনপি নেতা আব্দুল হান্নান জানান, “আমি বড়িয়া জামে মসজিদের সভাপতি। নামাজ শেষে দেখি মুফতি আমির হামজা কোনো আলোচনা ছাড়াই বক্তব্য দেওয়া শুরু করেন। তিনি রাজনৈতিক প্রসঙ্গে কথা বলছিলেন। আমি অনুরোধ করি যেন ইসলামিক আলোচনাতেই সীমাবদ্ধ থাকেন। কিন্তু এ কথা বলার পরপরই তার অনুসারীরা আমার ওপর হামলা চালায়।”
এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। জেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
অন্যদিকে, মুফতি আমির হামজা গণমাধ্যমকে বলেন, “আমি গণসংযোগে ছিলাম। নামাজের সময় হলে বড়িয়া জামে মসজিদে নামাজ পড়ি। নামাজ শেষে ইমাম সাহেব আমাকে সালাম দিতে বলেন। সালামের পর কিছু ভুল বোঝাবুঝি হয়, পরে বিষয়টি মীমাংসা হয়।”
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নামাজ শেষে মুফতি আমির হামজা বক্তব্য শুরু করলে মসজিদ সভাপতি ও বিএনপি নেতা আব্দুল হান্নান তাকে রাজনীতি নয়, ইসলাম নিয়ে কথা বলতে বলেন। এতে হামজার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ভিওডি বাংলা/ এমএইচ







