• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিষেধাজ্ঞা শেষে নদীতে নামতে প্রস্তুত বরগুনার জেলেরা

বরগুনা প্রতিনিধি    ২৬ অক্টোবর ২০২৫, ১০:৪৭ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও নদী ও সমুদ্রে নামার প্রস্তুতি নিচ্ছেন বরগুনার জেলেরা। শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হবে তাদের মাছ ধরার মৌসুম। মা ইলিশ সংরক্ষণের সরকারি অভিযানের পর নতুন আশায় বুক বেঁধেছেন জেলেরা। ইতোমধ্যেই সরগরম হয়ে উঠছে বরগুনার নদ-নদী, মাছঘাট, আড়ৎ ও মৎস্যবন্দরগুলো।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে নদী ও সমুদ্রে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতের ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল। এ সময় জেলেদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয় এবং জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এখন ঘাটে ঘাটে জেলেদের ব্যস্ত সময় কাটছে প্রস্তুতিতে। জাল, ট্রলার ও নৌকা মেরামত করে মাছ ধরার সরঞ্জাম প্রস্তুত করছেন তারা। কেউ কেউ নতুন জাল ও জ্বালানি কিনে নিচ্ছেন।

তবে কাঙ্ক্ষিত মাছ পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায়ও রয়েছেন অনেকে। জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন, নাব্য সংকট ও মোহনায় স্রোত পরিবর্তনের কারণে ইলিশের স্বাভাবিক চলাচলে প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয় জেলেরা।

মাছধরায় প্রস্তুত বেতাগী উপজেলার জেলে মনির মাঝি বলেন, প্রতি বছর নিষেধাজ্ঞা শেষে আমরা নদীতে নামি আশায় বুক বেঁধে। কিন্তু আগের মতো ইলিশ পাওয়া যায় না। নদীর ধারা বদলে গেছে, মাছও সরে যাচ্ছে দূরে।

আরেক জেলে রাজিব হোসেন বলেন, আমরা চাই সরকার যেন সমুদ্রে ট্রলিং বোট বন্ধ করে দেয়। কারণ এই ট্রলারগুলো ছোট জেলেদের ভাগের মাছ কেটে নেয়।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বলেন, অবৈধ ট্রলিং বোট বন্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। বিদ্যমান আইনি জটিলতা দূর করতে সংশোধিত খসড়া আইন তৈরির কাজ চলছে। সরকারি সহায়তা ও অনুকূল আবহাওয়া পেলে এবারের মৌসুমে ইলিশ আহরণে ভালো ফলনের আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, জেলার ৩৭ হাজার ৯৯৫ নিবন্ধিত জেলে নিষেধাজ্ঞা চলাকালে সরকারি খাদ্য সহায়তা পেয়েছেন। এখন তারা নতুন মৌসুমে নদীতে নামার অপেক্ষায়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমন্ত শিশুর বুকে ছুরি চালিয়ে আত্মগোপনে বাবা
ঘুমন্ত শিশুর বুকে ছুরি চালিয়ে আত্মগোপনে বাবা
টাঙ্গাইলে টানা বৃষ্টিতে ফসলি জমি-রাস্তা ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি
টাঙ্গাইলে টানা বৃষ্টিতে ফসলি জমি-রাস্তা ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি
পাংশায় ব্যবসায়ীদের মানববন্ধন
পাংশায় ব্যবসায়ীদের মানববন্ধন