পাংশায় পিকআপ ডাকাতি মামলা ২ ডাকাত গ্রেপ্তার

                                            
                                    
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার প্রধান দুই আসামী গ্রেপ্তার এবং লুন্ঠিত মিনি পিকআপ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা হলো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চর সাটুরিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মো: জুয়েল ওরফে সানি (৪০) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার নওহাটা গ্রামের ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টায় পাংশা মডেল থানায় প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন, রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ৩টা ৭ মিনিটে পাংশা থানাধীন বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়াগামী আঞ্চলিক মহাসড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একদল অজ্ঞাত ডাকাত মুরগীবাহী একটি নীল রঙের মিনি পিকআপ (রেজিঃ ঢাকা মেট্রো ন-২১-৭৯৯৭) পথরোধ করে। ডাকাতরা গাড়ির চালক, হেলপার ও লাইনম্যানকে মাদক থাকার কথা বলে গাড়ি থেকে নামিয়ে খুন জখমের হুমকি দিয়ে হাত, মুখ ও চোখ বেঁধে ফেলে এবং ৮৯০টি মুরগিসহ পিকআপ গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। পরে তাদের কুষ্টিয়া সদর থানার স্বস্তিপুর এলাকায় পল্লী বিদ্যুতের গেটের সামনে ফেলে রেখে যায়। এসময় তাদের কাছ থেকে ২ টি স্মার্ট ফোন ও ২টি বাটন মোবাইল ছিনিয়ে নেয়।
এ ঘটনায় পিকআপ মালিক বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেন। যার এফআইআর নং-২৮, তারিখ: ২৩ অক্টোবর ২০২৫। মামলা দায়েরের পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে।
পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী বাজার এলাকা থেকে প্রথম আসামী মোঃ জুয়েল ওরফে সানি (৪০)-কে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্যমতে একই দিন দুপুর ১২টা ১০ মিনিটে দ্বিতীয় আসামী মোঃ লিমন মিয়া (৩২)-কেও আটক করা হয়।
আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী, বরিশালের কোতয়ালী থানাধীন রুপাতলী এলাকা থেকে লুন্ঠিত নীল রঙের মিনি পিকআপ গাড়িটি রাত ৯টা ১০ মিনিটে উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী জুয়েল ওরফে সানির বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, মানিকগঞ্জের সাটুরিয়া থানায় মারামারি ও চুরি সংক্রান্ত ও লিমন মিয়ার বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা ও কোতয়ালী থানায় ডাকাতি, অপহরণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন মামলা, ভাঙ্গা থানায় ডাকাতি ও বিস্ফোরণ আইনে মামলা রয়েছে।
পাংশা মডেল থানা পুলিশ জানায়, এই ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
 
ভিওডি বাংলা/ এমএইচ
                            
                        
                
                




                

