নবাবগঞ্জে ১ হাজার তাল বীজ রোপণ

                                            
                                    
দিনাজপুরের নবাবগঞ্জে ভয়েস অফ কুশদহ স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে ১ হাজার তালবীজ রোপণ করা হয়েছে।
শুক্রবার সারাদিনব্যাপী 'গাছ লাগান পরিবেশ বাঁচান', 'তালের চারা রোপন করুন, বজ্রপাত থেকে দূরে থাকুন’ এই স্লোগান কে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত রোধে উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে তাল গাছের চারা ও বীজ রোপণ করা হয়।
সংগঠনের সভাপতি খালিদ আশরাফ জুলিয়াস জানান, বজ্রপাত ঠেকাতে এই উপকারী গাছটির চারা রোপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আপাতত ১ হাজার তালবীজ সংগ্রহ করে বিভিন্ন সড়কের পাশে রোপণ করা হবে।
সংগঠনের সদস্য ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে বছরব্যাপী এই তালবীজ সংগ্রহ করে রোপণ করা হবে। সংগঠনের এই কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলাব্যাপী বিস্তৃত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ভয়েস অফ কুশদহ সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদুল হক, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরআই সোহেল, ও সংগঠনের সদস্যবৃন্দ।
ভিওডি বাংলা/ এমএইচ
                            
                        
                
                




                

