বাল্যবিয়ে বন্ধে ব্যবসায়িকদের সাথে সংবেদনশীল সভা অনুষ্ঠিত

                                            
                                    
কুড়িগ্রামে ইউনিসেফের আর্থিক সহায়তায় এসএসবিসি প্রকল্পের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধে, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী এবং বেসরকারি খাতের অংশীদারদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের বাজার প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
পাঁচগাছি বাজার কমিটির সভাপতি মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাঁচগাছি ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মোঃআব্দুর রাজ্জাক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পাঁচগাছি বাজার কমিটির সাধারণ সম্পাদক ও সমাজসেবক জামাল আহমেদ ,এনজিও কর্মী মফিজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শাফি,আব্দুল জলিল ও এস এম সাদিকুর রহমান প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর মোঃ খোরশেদুল ইসলাম,রোকন উদ্দ দৌলা। সভায় বক্তারা বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।
ভিওডি বাংলা/ এমএইচ
                            
                        
                
                



                

