• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধর্মকে রাজনীতির অস্ত্র বানাচ্ছে একটি দল: সেলিমা রহমান

য‌শোর প্রতি‌নি‌ধি    ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পি.এম.
যশোরের একটি অনুষ্ঠিত নারী জনপ্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভায় অন্যান্য অতিথিদের সাথে সেলিমা রহমান। ছবি ভিওডি বাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, ‘একটি দল রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করছে। নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা বানচালের ষড়যন্ত্র করছে তারা।’

বুধবার (১৫ অক্টোবর) যশোরের একটি হোটেলে অনুষ্ঠিত নারী জনপ্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় যশোর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরার সাবেক ও বর্তমান নারী জনপ্রতিনিধিরা অংশ নেন।

বেগম সেলিমা রহমান বলেন, ‌‌‘বিএনপি নারীবান্ধব রাজনৈতিক দল। দেশের নারী সমাজের অধিকার রক্ষায় সব সময় কাজ করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নারীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নারী সমাজ পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। আগামী দিনেও অধিকার আদায়ে নারীরা লড়াই চালিয়ে যাবে।’

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

ভিওডি বাংলা/ জুবায়ের হোসেন/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত
নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত
জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই - আমিনুল হক
জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই - আমিনুল হক
আরপিও পরিবর্তনে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের
আরপিও পরিবর্তনে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের