• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দলের সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কমিটির সঙ্গে রিজভীর মতবিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৫ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (১৫ অক্টোবর) বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কমিটির সাথে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বিএনপির প্রাথমিক সংসদ সংগ্রহ ও ফরম বিতরণ কমিটির সদস্যদের উদ্দেশ্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘যারা সংশ্লিষ্ট জেলাসমূহের দায়িত্বে রয়েছেন আপনারা সবাই আন্তরিকতার সঙ্গে প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কাজটি সম্পন্ন করুন। যারা অসহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার কথা বলব না কিন্তু আপনাদের যাতে কাজে সমস্যা না হয় সেই ব্যবস্থা আমরা নিবো। ইতিমধ্যে যেখান থেকে যতটুকু সমস্যার কথা জানতে পেরেছি তা সমাধান করার চেষ্টা করছি, করেছি। আপনাদের কাজের অগ্রগতির পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করে একটি মিটিং করা হবে। প্রত্যাশা করছি এরমধ্যে আপনারা অর্পিত কাজে আরও অগ্রসর হবেন।’

এসময় দায়িত্বপ্রাপ্তদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং দিক নির্দেশনাও দেন তিনি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে শত্রুরা আবারও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে : ফখরুল
দেশে শত্রুরা আবারও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে : ফখরুল
বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা
বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা
রাষ্টভাষা বাংলা করার প্রথম দাবি জানিয়েছেন ধীরেন্দ্র নাথ দত্ত
রাষ্টভাষা বাংলা করার প্রথম দাবি জানিয়েছেন ধীরেন্দ্র নাথ দত্ত