• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রূপনগরের আগুনে ৯ জন নিহত

নিজস্ব প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ০৪:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে নয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় একাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

তিনি বলেন, এখন পর্যন্ত আগুনের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে সার্চ করার জন্য। এই বিষয়ে এই মুহূর্তে আর বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নভেম্বর মাসে সড়কে নিহত ৪৮৩ জন
নভেম্বর মাসে সড়কে নিহত ৪৮৩ জন
ইসির কাছে নিরাপত্তা চাইলেন ফুয়াদ ও সিগমা
ইসির কাছে নিরাপত্তা চাইলেন ফুয়াদ ও সিগমা
নির্বাচনী অনুসন্ধান কমিটি পাচ্ছে ২ অস্ত্রধারী পুলিশ
নির্বাচনী অনুসন্ধান কমিটি পাচ্ছে ২ অস্ত্রধারী পুলিশ