• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নীলফামারীর হতদরিদ্র মোস্তাকিনের পাশে দাড়ালেন তারেক রহমান

নীলফামারী প্রতিনিধি    ৮ অক্টোবর ২০২৫, ০২:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বুক দিয়ে ঘানি টানা হতদরিদ্র মোস্তাকিনের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্প্রতি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়নখাল গ্রামের বৃদ্ধ মোস্তাকিন দম্পতি বুক দিয়ে ঘানি টানার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় খবর প্রকাশ পায়। গরু কেনার সামর্থ্য না থাকায় এই বৃদ্ধ দম্পতি প্রায় তিন যুগ ধরে বুক ও কোমর দিয়ে ঘানি টেনে জীবিকা নির্বাহ করছেন। এ সংবাদ গুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে।

এইসব বিভিন্ন মিডিয়ায় খবর গুলো দেখে তিনি মানবিক ‘আমরা বিএনপি পরিবার’ ওই সংগঠনকে অসহায় মোস্তাকিন বৃদ্ধ দম্পতি পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তার নির্দেশনায় আগামী বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন কে, বৃদ্ধ দম্পতি  মোস্তাকিনের বাড়িতে যাবেন। তারা ওই বৃদ্ধ দম্পতি পরিবারের হাতে দুটি অটোরিকশা এবং মোস্তাকিনের মেজো ছেলে শাহাজাহানের জন্য ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করবেন বলে জানিয়েছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, ও সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
রাজবাড়ী দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজশাহী চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন