• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক    ৫ অক্টোবর ২০২৫, ০২:৪০ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ভিওডি বাংলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গত ১৫-১৬ বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে। দেশে সত্যিকারের শিক্ষা ব্যবস্থা থাকলে ছাত্রলীগের নেতা প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দিতে পারত না।

রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে ‘আমরা বিএনপি পরিবার’ আয়েজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) রেসিং কার নির্মাতা গবেষক দলকে মেধাভিত্তিক অনুপ্রেরণা বৃদ্ধিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উৎসাহ দেয়ার জন্য এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে রিজভী বলেন, বিগত সরকার মেট্রোরেল, উড়াল সেতু, ফ্লাইওভারের মতো গল্প শুনিয়েছে। অথচ বিদ্যালয় এবং শিক্ষাগত অবকাঠামোর দিকে মনোযোগ দেয়নি। এ কারণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা যায়নি এবং ছাত্র রাজনীতির নামে মাস্তান, গুন্ডা তৈরি হয়েছে।

 ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনের সঙ্গে গণভোট হলে তা হবে রাজনৈতিক প্রতারণা: জাহিদুল
নির্বাচনের সঙ্গে গণভোট হলে তা হবে রাজনৈতিক প্রতারণা: জাহিদুল
একাত্তরের হত্যাযজ্ঞে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন: জামায়াতে ইসলামী
একাত্তরের হত্যাযজ্ঞে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন: জামায়াতে ইসলামী
বিকালে সিইসির সঙ্গে এনসিপির বৈঠক
বিকালে সিইসির সঙ্গে এনসিপির বৈঠক