• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোদি ভারতে অন্ধকার যুগ নামিয়ে এনেছে- রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৪ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত

প্রতিবেশি দেশ ভারতের প্রতি ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা আপনাদের দেশ নিজস্ব পন্থায় এগিয়ে নিয়ে যাবেন; কিন্তু পাশ্বর্বর্তী একটা দেশের কে ভালো কে মন্দ সেটা বিচার করার আপনারা কে? মানুষের মধ্যে এই ধরণের বিভেদ কেন আসবে। একজন নোবেল বিজয়ী সম্মানিত ব্যক্তি সরকার চালাচ্ছেন; আমরা যারা এদেশে রাজনীতি করি ভালো মন্দ নিয়ে আমরা কথা বলব। অথচ আপনারা দুর্গাপূজার সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার চেহারাকে অসুরের রূপ দিয়ে নিম্নরুচির পরিচয় দিয়েছেন। যার দ্বারা প্রমাণিত হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের রাজনীতিতেও অন্ধকার যুগ নামিয়ে এনেছে।

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোকের বসবাস। দুর্গাপূজা কত আনন্দের মধ্যে দিয়ে শেষ হয়েছে। যদিও এটা নিয়ে আমাদের শঙ্কা ছিল। কিন্তু এই দেশের সংখ্যাগরিষ্ঠ লোক মুসমান তারাও চেয়েছে পূজাতে যেন কোনো ধরণের ব্যাঘাত না হয়। এটাই আমাদের অহংকার।

শনিবার রাজধানীর বনানীতে ঢাকা গ্যালারিতে লবেলিয়া চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন রিজভী। 

রিজভী বলেন, ৫ আগস্টের পরাজিত শক্তিরা এদেশে পার্শ্ববর্তী দেশের শিল্প সাহিত্যের এক্সটেনশন করতে চেয়েছিলো। বিগত সময়ে পার্শ্ববর্তী দেশের বৃহত্তর শিল্পের চর্চা হিসেবে এদেশের সংস্কৃতিকে দাড় করানোর চেষ্টা করা হয়েছে। এসময় রাজনীতবিদদের শিল্পের চর্চা বাড়ানোর আহবান জানান তিনি।

রিজভী বলেন, লবেরিয়া প্রতিষ্ঠান আমাকে আমন্ত্রিত করেছেন আমার মতো একজন রাজনীতিবিদকে প্রধান অতিথি করেছেন যেজন্য আমি একদিকে লজ্জিত অন্যদিকে আনন্দিত। লবেলিয়া প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সবােইকে আমি প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশ্বাস আমরা সবাই মিলে মিশে যদি কাজ করি তাহলে শক্তিশালী স্বতন্ত্র ও আমাদের হাজার বছরের লালিত ঐতিহ্যের মাধ্যমে এগিয়ে যাওয়ার পথকে শিল্প সাহিত্যে অগ্রসর হতে পারব।

উপস্থিত আর্টিস ও কলাকুশলীদের উদ্দেশ্য করে রিজভী বলেন, ঐতিহ্যর মধ্যে সংস্কৃতির যেযে অসাধারণ বন্ধন রয়েছে সেই বন্ধন ঘিরে তারা হয়তো একটি অসাধারণ চিত্র তৈরি করতে পারবেন আগামীতে। এবং এটাই হচ্ছে আমাদের গর্ব এটাই হচ্ছে আমাদের অর্জন।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আব্দুর সাত্তার, অধ্যাপক ড, মোরশেদ হাসান খান, বেনজির আহমেদ টিটু প্রমুখ।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে শামসুল
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে শামসুল
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি: মঈন খান
স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি: মঈন খান