• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুর্ভোগ ও জনমনে বিরক্তি সৃষ্টির অভিযোগ

যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিককে সতর্ক করল বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পি.এম.
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিক। ছবি-সংগৃহীত

বাংলাদেশের বিমানবন্দরে দুর্ভোগ ও জনমনে বিরক্তি সৃষ্টির অভিযোগে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিককে সতর্ক নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (১ অক্টোবর) এক সতর্ক নোটিশ এমএ মালিককে দেওয়া হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, বুধবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে লন্ডন থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এমএ মালিক। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দেওয়া সতর্ক নোটিশে এমএ মালিককে উদ্দেশ করে লেখা হয়েছে যে, আপনি বিদেশ থেকে দেশে আসা-যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা সিলেট ওসমানী বিমানবন্দরে আপনাকে স্বাগত ও বিদায় জানানোর সময় অসংখ্য লোক সমাগম করেন, যা অপরিণামদর্শী কাজ এবং তাতে জনদুর্ভোগ তীব্রতর হয়। আপনার অবিবেচনাপ্রসূত এই কর্মকাণ্ডে বিমানবন্দরে অসংখ্য যাত্রীকে বিড়ম্বনা ও কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ইতোপূর্বেও আপনি বিমানবন্দরে মাত্রাতিরিক্ত লোক সমাগম ঘটিয়ে বিমানবন্দর এলাকার আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি করেন। দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে আপনার এ ধরনের লোক সমাগম সাংগঠনিক নীতির পরিপন্থি, যা দৃষ্টিকটু ও জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

নোটিশে আরও বলা হয়েছে, আপনাকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, এখন থেকে আপনার দেশে আসা ও বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন লোক সমাগম ঘটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্টভাষা বাংলা করার প্রথম দাবি জানিয়েছেন ধীরেন্দ্র নাথ দত্ত
রাষ্টভাষা বাংলা করার প্রথম দাবি জানিয়েছেন ধীরেন্দ্র নাথ দত্ত
বিএনপি প্রতিবাদ করলে সরকার টিকবে না: গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপি প্রতিবাদ করলে সরকার টিকবে না: গয়েশ্বর চন্দ্র রায়
নির্বাচনের সঙ্গে গণভোট হলে তা হবে রাজনৈতিক প্রতারণা: জাহিদুল
নির্বাচনের সঙ্গে গণভোট হলে তা হবে রাজনৈতিক প্রতারণা: জাহিদুল