• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

“একটি শিশু, একটি গাছ, একটি সবুজ পরিবার” স্লোগানকে সামনে রেখে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মোগলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অতিথিরা। 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। 

তিনি শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে বলেন, গাছ শুধু পরিবেশ নয়, জীবনেরও অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দিতে হলে প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ রোপণ করা জরুরি। 

প্রধান অতিথি আরও বলেন, শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়া মানে তাদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা গাছের গুরুত্ব অনুধাবন করবে এবং ভবিষ্যতে তারা নিজেরা পরিবেশ রক্ষায় সচেতন ভূমিকা রাখবে।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. দেলোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, টুরিস্ট পুলিশ সোনারগাঁও অঞ্চল; মশিউর রহমান শান্ত, মো. আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
রাজশাহী পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ
রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ