• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নাগরপুরে জামায়াতে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর উদ্যোগে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে নাগরপুর উপজেলার ঐতিব্যবাহী সরকারী যদুনাথ মডেল স্কুল ও কলেজের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসন পরিচালক মির্জা রাশেদুল হাসান জুয়েল। 

উপজেলা জামায়াতে ইসলামী নেতারা জানান,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের সক্রিয় ভূমিকা রাখার জন্য এই কর্মশলার আয়োজন করা হয়েছে। তারা আরও জানান,কর্মশালায় নির্বাচনী বিধিমালা, এজেন্টদের দায়িত্ব ও করণীয়, ভোট গ্রহণ প্রক্রিয়া, ব্যালট যাচাই ও ভোটার শনাক্তকরণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ কর্মশলায় নাগরপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শ্রমিক, যুব ও ছাত্র বিভাগের নেতৃবৃন্দ এবং প্রতিটি ইউনিয়নের জামায়াত, শিবির, শ্রমিক ও যুব সংগঠনের সভাপতি ও সেক্রেটারিগণ এবং সকল ভোটকেন্দ্রের পোলিং এজেন্টরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
রাজবাড়ী দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজশাহী চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন