• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কলেজছাত্র অপহরণের ঘটনায় ২ দিনের রিমান্ড মঞ্জুর

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কলেজ ছাত্রকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের ঘটনায় জড়িত বুজরুক বোয়ালিয়া প্রধান পাড়ার নয়ন মিয়ার ছেলে শুভ মিয়া ওরফে সেলিম ও গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের আজিজার রহমানের ছেলে মামুন আকন্দকের ২দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের হাবিজার রহমানের ছেলে কলেজ ছাত্র স্বাধীন প্রধানকে অচেনা নম্বর থেকে এক মেয়ের মাধ্যমে কথা বলে প্রেমের ফাঁদে ফেলে। এরই প্রেক্ষিতে সাক্ষাৎ করার জন্য গত ২৯ আগস্ট ২০২৫ ইং সন্ধ্যায় কলেজ ছাত্র স্বাধীন তার চাচাতো ভাই কেএম স্বপন আলীকে নিয়ে গোবিন্দগঞ্জ মৎস্য আড়ৎ এলাকায় গেলে ওৎ পেতে থাকা ব্যক্তিরা ওই ছেলে মেয়ের সাথে খারাপ সম্পর্ক আছে এমন অপবাদ দিয়ে ব্লাক মেইল করে। প্রথমে দু’জনকে ঝিলপাড়ার একটি বাসায় আটকে রাখলে ধস্তাধস্তির এক পর্যায়ে কেএম স্বপন আলী দৌঁড়ে পালিয়ে যায়।

এরই মধ্যে স্বাধীনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে রেখে এক লক্ষ টাকা দাবি করে এবং বিকাশে তার দাবিকৃত মুক্তিপনের ৫ হাজার টাকা নেয়। এঘটনার পর কেএম স্বপন আলী পুলিশের জরুরী সেবা ৯৯৯ কল দিলে, খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই আনিসুজ্জামান গত শনিবার বিকালে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে, পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার দাঁড়িদহ এলাকা থেকে ভিকটিম কলেজ ছাত্র স্বাধীনকে উদ্ধার করে।

এঘটনায় জড়িত থাকায় শুভ মিয়া ওরফে সেলিম ও মামুন আকন্দকে আটক করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুভ মিয়া, মামুন আকন্দ, আতাউর রহমান, শাকিল মিয়া ও  আল আমিনসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, মামলার তদন্তের স্বার্থে এই মামলার আটক ২ আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হওয়ায়,
আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

ভিওডি বাংলা-ইমন মিয়া/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
রাজশাহী পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ
রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ