লিভারের ৭৫% নষ্ট হলেও সুস্থ আছেন অমিতাভ


বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন ৮৩ বছর বয়সেও অভিনয় ও সঞ্চালনার কাজে সক্রিয়। ভারতের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতার লিভারের প্রায় ৭৫% কার্যক্ষমতা হারিয়েছে।
এই সমস্যা শুরু হয়েছিল ১৯৮২ সালে ‘কুলি’ সিনেমার শুটিংয়ে স্টান্টের সময় দুর্ঘটনার পর। সেই সময় ২০০ জন রক্ত দান করেছিলেন, যাদের একজনের রক্তে ‘হেপাটাইটিস বি’ ভাইরাস ছিল। এতে সংক্রমিত হয়ে ধীরে ধীরে লিভারের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়।
অমিতাভ দীর্ঘদিন বিষয়টি জানতেন না। ২০০০ সালের আগে তিনি রোগের বিষয়ে জানতে পারলে, এরপর আবার যক্ষ্মায় আক্রান্ত হন। এরপরও দিনে ৮-১০টি ওষুধ খেয়েই সঞ্চালনার কাজ চালিয়ে গেছেন।
বর্তমানে সুস্থ থাকার জন্য তিনি মাছ-মাংস খাওয়েন না, ডাল, সবজি, রুটি ও দই-ভাত খান। আমলা ও তুলসীর রস পান করেন। মদ্যপান ও ধূমপান পুরোপুরি ত্যাগ করেছেন।
অমিতাভ বচ্চনের জীবনের এই গল্প চিকিৎসা ও পরিশ্রমের এক অনুপ্রেরণীয় উদাহরণ হিসেবে গণ্য হচ্ছে।
ভিওডি বাংলা/জা