গাজীপুরে মেধাভিত্তিক স্বচ্ছতায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন


গাজীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন ৪৭ জন প্রার্থী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ কমিটির সভাপতি ড. চৌধুরী মো. যাবের সাদেক, নিয়োগ কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মো. সোহেল রানা এবং কিশোরগঞ্জ জেলার হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন।
গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, প্রাথমিকভাবে নির্বাচিত ৪৭ জন প্রার্থী মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্ত নিয়োগপত্র পাবেন। প্রয়োজনে ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। তিনি আরও বলেন, “কোনো তদবির বা প্রভাব এই প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেনি। শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।”
ভিওডি বাংলা/জা