• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

ব্যানার টাঙিয়ে রাজনীতি বন্ধের ঘোষণা

কলেজে ছাত্রদল-ছাত্রলীগ-শিবির প্রবেশ নিষেধ

হবিগঞ্জ প্রতিনিধি    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের শচীন্দ্র ডিগ্রি কলেজে ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। জেলার বানিয়াচং উপজেলার নাগুড়া এলাকায় অবস্থিত ওই কলেজের গেটে এমন ঘোষণা সংবলিত একটি ব্যানার টাঙিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। টাঙানো ব্যানারে শিক্ষার্থীরা লেখেন,ক্যাম্পাসে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রবেশ নিষিদ্ধ।

কলেজ গভর্নিং বডির সদস্যরা, শিক্ষক ও স্থানীয় ছাত্র সংগঠনগুলোর নেতারাও এ পদক্ষেপের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। তারা বলছেন, কোনো ছাত্র সংগঠন যদি কমিটি গঠন করেও থাকে, তাদের কার্যক্রম অবশ্যই ক্যাম্পাসের বাইরে পরিচালিত হবে।

জানা গেছে, ১৯৯৮ সালে স্থানীয় শিক্ষানুরাগী প্রয়াত শচীন্দ্র লাল সরকার এ কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজটিতে তিনটি বিষয়ে অনার্স রয়েছে।

প্রায় ৩ হাজার ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন এ কলেজে। জেলার দ্বিতীয় বৃহত্তম এ কলেজটি প্রতিষ্ঠার শুরু থেকেই রাজনীতিমুক্ত পরিবেশ বজায় রাখছে।
কলেজ গভর্নিং বডির সভাপতি আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বলেন, ‘প্রতিষ্ঠাতা কলেজটিকে রাজনীতি-নিরপেক্ষ হিসেবে স্থাপন করেছিলেন। দীর্ঘদিন ধরে এ কলেজ রাজনীতিমুক্ত রয়েছে।

আমরা চাই, ভবিষ্যতেও তা বজায় থাকুক। কোনো ছাত্রসংগঠন যদি কমিটি গঠন করে, তাদের কার্যক্রম অবশ্যই ক্যাম্পাসের বাইরে পরিচালনা করতে হবে।’ 
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীও শিক্ষার্থীদের এ উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তারা বলেন, ছাত্ররাজনীতির কারণে ক্যাম্পাসে মারামারি বা অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা থাকে। তাই ছাত্ররাজনীতি ছাড়া শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই উত্তম।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, ‘কলেজটিতে আমরা আমাদের কমিটি দিয়েছি। কিন্তু যেহেতু সবাই এটিকে রাজনীতিমুক্ত রাখতে চান, তাই আমরা কমিটিকে কোনো মিছিল-মিটিং না করার নির্দেশনা দিয়েছি। শুধু সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব।’ 

এ ছাড়া জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সোহাগ বলেন, ‘শচীন্দ্র লাল রায় এ কলেজ প্রতিষ্ঠা করেছিলেন শুধুমাত্র শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশে। আমরা তার রাজনীতিমুক্ত কলেজ রাখার ইচ্ছাকে সম্মান করি।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত