• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সম্প্রীতির বাংলাদেশে সংখ‍্যা লঘু বলতে কোন কথা নেই: বিলকিস ইসলাম

নীলফামারী প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপি'র ভাইস চেয়ারম‍্যান জনাব তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশে সংখ‍্যালঘু বলতে কোন কথা থাকবে না। আমরা একে অপরের পরিপূরক। আমাদের মধ‍্যে কোন বিভেদ থাকবে না কোন বৈষম‍্য থাকবে না। সনাতনধর্মী মানেই আওয়ামী লীগ এই অপবাদ থেকে বের হয়ে আসতে হবে। আওয়ামী লীগ সনাতন ধর্মালম্বীদের এতোদিন ব‍্যবহার করে সুবিধা নিয়েছে এবং তাদের শাসনামলে তারা ক্ষতিগ্রস্থ‍ ও হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮ টায় উপজেলার পুটিমারী ইউনিয়নে শ্বশান বাজার সর্বজনীন পূজা মন্ডপ মাঠে গণমাধ‍্যমকর্মীদের এসব কথা বলেন সাবেক সংসদ সদস‍্য ও নীলফামারী ৪ আসনের মনোনয়ন প্রত‍্যাশী বিলকিস ইসলাম। 

বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নের লক্ষে তিনি সাধারণ মানুষের মাঝে উঠান বৈঠকের মাধ‍্যমে ছোট ছোট হাট ও বাজার এলাকা গুলোতে লিফলেট বিতরণ করেন।

কিশোরগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ বাবু অনিল কুমার রায়'র সভাপতিত্বে ও জেলা বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস‍্য, জেলা বিএনপির সিঃ সহ সভাপতি বিলকিস ইসলাম, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ, সহযোগী অধ‍্যাপক বাবু নারায়ন চন্দ্র রায়, ইউপি সদস‍্য বাবু প্রভাস চন্দ্র রায়, শিক্ষক বাবু দিনেশ চন্দ্র রায়, শিক্ষক বাবু প্রতাপ চন্দ্র রায়,শ্বশান বাজার পৃজা উদযাপন কমিটির সভাপতি বাবু অনিল কুমার রায় সহ অন‍্যান‍্য সদস‍্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময়ে বিলকিস ইসলাম সনাতন ধর্মালম্বীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যই লিফলেট বিতরণ করা হচ্ছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের মুক্তির সনদ  ৩১ দফা: মাহমুদুর রহমান
জনগণের মুক্তির সনদ ৩১ দফা: মাহমুদুর রহমান
আইপা অ্যাওয়ার্ড পেলেন টাঙ্গাইলের ইসমাইল হোসেন রকী
আইপা অ্যাওয়ার্ড পেলেন টাঙ্গাইলের ইসমাইল হোসেন রকী
পাংশায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
পাংশায় বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ