• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত হঠাৎ ব্রেন স্ট্রোকের শিকার

বিনোদন ডেস্ক    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পি.এম.
কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত সম্প্রতি হঠাৎ ব্রেন স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

ঘটনাটি ঘটেছে গত বুধবার (৪ সেপ্টেম্বর)। বাড়িতে টিভি দেখার সময় আচমকা শারীরিক অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নেন তার স্বামী, পরিচালক ইন্দ্রনীল মল্লিক। পরবর্তীতে জানা যায়, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের (Brain Hemorrhage) কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন।

অভিনেত্রী তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার (৭ সেপ্টেম্বর) তিনি বাড়ি ফিরেছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্তত ১৫ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ।

সায়ন্তনী হাসপাতাল থেকে ফিরে ইনস্টাগ্রামে স্বামীকে উদ্দেশ্য করে লিখেছেন, “তোমাকে ছাড়া বাঁচা সম্ভব হতো না।” এই পোস্টে দেখা যায়, তারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেছেন।

সায়ন্তনীর শেষ কাজ ছিল জনপ্রিয় টিভি সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’, যা সম্প্রতি শেষ হয়েছে। অভিনেত্রী বর্তমানে ছুটিতে আছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে সায়ন্তনী ও ইন্দ্রনীল বিয়ে করেছেন। ইন্দ্রনীলের এটি দ্বিতীয় বিবাহ; এর আগে ২০১৬ সালে তিনি অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাশরীফ খানের রহস্যময় পোস্ট
তাশরীফ খানের রহস্যময় পোস্ট
তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন পপ তারকা রিহানা
তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন পপ তারকা রিহানা
অভিনেতা আশীষ বরাং আর নেই
অভিনেতা আশীষ বরাং আর নেই