• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোহনগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পি.এম.
সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক। ছবি-সংগৃহীত

"ভাটিবাংলা নাগরিক ফোরাম" আয়োজিত সমগ্র মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুলের ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন , বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন, মোহনগঞ্জ পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মোহনগঞ্জের সহকারী কমিশনার ভূমি এম এ কাদের , মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম চন্দন এবং সদস্য সচিব আশিক হাসান রুমন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ খ ম শফিকুল হক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক মাসুম , উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব টিপু সুলতান , সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ,সরকারি কলেজের অধ্যক্ষ , বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ এবং উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিণত হয় কৃতী শিক্ষার্থী ও তাদের গর্বিত অভিভাবকদের এক আনন্দমেলায়।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
রাজশাহীর গুদামে গুদামে পচা চালের পাহাড়
রাজশাহীর গুদামে গুদামে পচা চালের পাহাড়