• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীরা জীবন দিয়েছে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি    ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ত্যাগ শিকার করেছেন কিন্তু আন্দোলন থেকে সরে যাননি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

সোমবার (০৮ সেপ্টেম্বর)  সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির হাত ধরেই ৩১ দফাসহ সকল ইতিবাচক পরিবর্তন এসেছে।

ফখরুল বলেন, ফ্যাসিস্টরা সবার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। ২৪ এর জুলাইয়ে তরুণরাসহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল গণতন্ত্র রক্ষায়।

তিনি বলেন, আজ একদিকে যেমন আনন্দের দিন, অন্যদিকে দুঃখের। বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ত্যাগ শিকার করেছেন কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যাননি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হতে হবে। বিএনপির হাত ধরেই ৩১ দফাসহ সকল ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।

সম্মেলনে বিকেলে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ ঠাকুরগাঁও বিএনপির জেলা সম্মেলন হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে ‘অচল’ নৌ পুলিশের স্পিডবোট
রাজশাহীতে ‘অচল’ নৌ পুলিশের স্পিডবোট
বাঁশখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি রোধে এসিল্যান্ডের অভিযানে
বাঁশখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি রোধে এসিল্যান্ডের অভিযানে
ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র নাজমুল বাঁচতে চায়
ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র নাজমুল বাঁচতে চায়