• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কেক কাটায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ সময় অনুষ্ঠানে আসা সবার উদ্দেশে বক্তব্যও দেন তিনি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে অতিথি করা হয়।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অপু বিশ্বাসের যোগ দেওয়ার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের কাপে বইছে সমালোচনার ঝড়।

তবে এ আয়োজনের দায়ভার নেননি উপজেলা বিএনপির সভাপতি। তিনি বলেন, আয়োজক রিপন হোসেন নিজে বিএনপির সদস্যও না। রিপন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুসারী।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিএনপির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে কেক কাটার প্রস্তুতি চলছে। এ সময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী অপু বিশ্বাস স্বেচ্ছায় কেক কাটায় ব্যস্ত ছাত্রদলের সাবেক নেতার পাশে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিচ্ছেন। কেক কাটা হয়ে গেলে একজন সাবেক ছাত্রনেতা অপুর মুখে কেক তুলে দিচ্ছেন।

এ ব্যাপারে আয়োজক রিপন হোসেন জানান, তার অভিজ্ঞতা কম। অনুষ্ঠান করতে গিয়ে স্কুলের শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার জন্য তার দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করার নেই।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক কালবেলাকে বলেন, অপু বিশ্বাস শুধু অভিনেত্রী নয়। তার দলীয় পরিচয় রয়েছে। সে ফ্যাসিস্ট সরকারের অবৈধ সংসদে নারী সদস্য পদের জন্য লড়েছে। তার দেওয়া ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল হয়েছে। তাকে বিএনপির অনুষ্ঠানে এনে বিএনপিকে শুধু পচানো হয়নি। পচানো হয়েছে ২৪-এর শহীদদের।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে রিপন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, সে নিজে বিএনপির কেউ না। অনুষ্ঠান আয়োজনের কোনো এখতিয়ার তার নেই।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ব্যক্তিগত শোডাউনের পুরো আয়োজন করা হয় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভেতরে ও ফুটবল মাঠে। পরীক্ষা ও ক্লাস চালু রেখেই বিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরের প্যান্ডেল করে বিএনপির কর্মীদের ভুঁরি ভোজের আয়োজন করা হয়।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিত্রনায়িকা বনশ্রী আর নেই
চিত্রনায়িকা বনশ্রী আর নেই
সংগীতশিল্পী আহরার মাসুদ ‘দীপ’ আর নেই
সংগীতশিল্পী আহরার মাসুদ ‘দীপ’ আর নেই
লিভারের ৭৫% নষ্ট হলেও সুস্থ আছেন অমিতাভ
লিভারের ৭৫% নষ্ট হলেও সুস্থ আছেন অমিতাভ