নাগরপুরে আতিকের লিফলেট বিতরণ ও আলোচনা সভা


টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে উপস্থাপিত কর্মসূচির লিফলেট বিতরণ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান আতিক। বৃহস্পতিবার বিকালে উপজেলার ভাদ্রা বাজারে ভাদ্রা ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে এ লিফলেট বিতরন ও আলোচনা সভার আয়োজন করা হয়। ভাদ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম সরদার এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি'র প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আতিকুর রহমান আতিক।
এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাই সরকারসহ ইউনিয়ন বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
ভিওডি বাংলা/ এমএইচ