• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

ভাইরাল ভিডিও নিয়ে ছাত্রদল সভাপতির সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজকে জড়িয়ে টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি পরিষ্কার করতে গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল।

সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, ভিডিওতে দেখা টাকা কোনো চাঁদাবাজির নয়, বরং সিরাজগঞ্জ সদর উপজেলাধীন সয়াগোবিন্দ এলাকায় জমি কেনাবেচার পাওনা টাকা। এসময় উপস্থিত ছিলেন ওই জমির মালিক মনোয়ার হোসেন জিন্নাহ ও প্রত্যক্ষদর্শী মোঃ জাহাঙ্গীর।

জুনায়েদ হোসেন সবুজ বলেন, প্রায় ১০ মাস আগে তার বাড়ির পাশের জমি মনোয়ার হোসেন জিন্নাহ মোঃ আজিজের কাছে বিক্রি করেন। জমিটির দাম ধার্য হয়েছিল ২৫ লাখ ৩১ হাজার টাকা। এর মধ্যে দুই কিস্তিতে মোট ২০ লাখ টাকা চেকে পরিশোধ করা হয়। বাকি টাকা জমি রেজিস্ট্রির সময় দেওয়ার কথা ছিল। সেই সময় জিন্নাহ টাকা গ্রহণ করতে গেলে তাকে কেবল প্রমাণস্বরূপ উপস্থিত থাকতে বলা হয়।

তিনি আরও বলেন, ভিডিওতে উল্লেখিত ৬ হাজার টাকা আসলে দলিল লেখকের প্রাপ্য। অথচ ভিডিওর একটি অংশ সাংবাদিক তৈমুর ফারুক যাচাই না করেই প্রকাশ করেছেন, যা বিভ্রান্তি তৈরি করেছে। এসম্পর্কে তিনি বলেন, সাংবাদিক তৈমুর ফারুক কোনো যাচায় বাছায় করেননি, আমাকেও কিছু বলেননি৷ ভিডিওর ছোট্ট একটি ক্লিপ ফেসবুকে পোস্ট করেছেন। 

ছাত্রদল সভাপতি অভিযোগ করে বলেন, তার বন্ধু জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক নিজেও সেই টাকা লেনদেন এর সময় উপস্থিত ছিলেন৷ তবে তার সঙ্গে ব্যক্তিগত বিরোধের জের ধরে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

জুনায়েদ হোসেন সবুজ আরও বলেন, জমির দলিলের কপি আমি সিরাজগঞ্জ সদর থানায় জমা দিয়েছি এবং এ ঘটনায় মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

জমি বিক্রি করা মনোয়ার হোসেন জিন্নাহও একই বক্তব্য দিয়ে বলেন, ভিডিওতে যে অর্থ লেনদেন হয়েছে তা জমির পাওনা টাকা ছাড়া কিছু নয়। আর ৬ হাজার টাকা দলিল লেখকের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু বিষয়টিকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজের টাকা লেনদেনের একটি ভিডিও গত ২ সেপ্টেম্বর রাত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়৷ পরদিন ৩ সেপ্টেম্বর সাংবাদিক তৈমুর ফারুক ভিডিওটি তার ব্যক্তিগত আইডিতে পোস্ট করেন। সেই ভিডিওটি ফেসবুকে প্রায় ৫০ হাজারের অধিক মানুষ দেখেন৷ এরপর পুরো সিরাজগঞ্জ জেলা জুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত