• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেহেরপুরে বিএনপি দু’দলের দ্বন্দ্বে নিহত ১, আটক ৩

মেহেরপুর (ঝিনাইদহ) প্রতিনিধি    ৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সমর্থকদের বাগবিতণ্ডার সময় মফেজ আলী নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার কালিগাংনী গ্রামের ভিটাপাড়া এলাকার জামাল আলীর ছেলে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কালিগাংনী গ্রামের ঘোনারমোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এক চা দোকানে ইউপি সদস্য কাসেম আলী ও বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে কিল-ঘুষির সময় মফেজ আলীও তাদের সঙ্গে যুক্ত হন। অভিযোগ অনুযায়ী, সাবদার আলী মফেজের বুকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান এবং subsequently মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার জের ধরে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে তিন জনকে হেফাজতে নেয়। তারা হলেন: প্রবাসফেরত জিনারুল ইসলাম (শুকুর আলীর ছেলে), সাবদার আলী ও তার ছেলে হাসানুজ্জামান।

নিহতের বাবা জামাল আলী বলেন, “আমার ছেলেকে কেউ আঘাত করেনি, কিল-ঘুষির মাঝে পড়ে সে মারা গেছে।”

ওসি মেজবাহ উদ্দীন জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে এবং পুলিশ ও র‌্যাব গ্রামে সতর্ক অবস্থায় রয়েছে।

ভিওডি বাংলা/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
পাকুন্দিয়ায় বিএনপি নেতার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
পাকুন্দিয়ায় বিএনপি নেতার মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনে শোভাযাত্রা
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনে শোভাযাত্রা