• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৮

আন্তর্জাতিক ডেস্ক    ১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ এ.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩২ জন খাদ্য সহায়তা সংগ্রহে গিয়েছিলেন। সোমবার (১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে এবং প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে সরিয়ে দিতে অভিযান জোরদার করেছে ইসরায়েল। রোববার ভোর থেকে সারা গাজায় হামলায় নিহতদের মধ্যে শিশু ও সাংবাদিকও রয়েছেন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, রোববার আল-কুদস হাসপাতালের কাছে গোলাবর্ষণে তাঁবুতে আগুন ধরে যায়। রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় অন্তত পাঁচজন নিহত হন।

গাজার গণমাধ্যম দপ্তরের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা অভিযোগ করেন, ইসরায়েলি সেনারা আবাসিক এলাকায় “বিস্ফোরক রোবট” ব্যবহার করছে এবং জোরপূর্বক মানুষ সরিয়ে দিচ্ছে। গত তিন সপ্তাহে অন্তত ৮০টি বিস্ফোরণ ঘটানো হয়েছে, যা তিনি “ভূমি পোড়াও নীতি” হিসেবে আখ্যা দেন।

এদিকে, আল জাজিরা যাচাইকৃত এক ভিডিওতে দেখা যায়— সাবরা এলাকায় বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উঠছে, রক্তাক্ত অবস্থায় চিৎকার করছে এক শিশু, আরেকজন মাটিতে গুরুতর আহত হয়ে পড়ে আছে।

শুক্রবার গাজা সিটিকে “যুদ্ধক্ষেত্র” ঘোষণা করে নতুন আক্রমণ শুরু করে ইসরায়েল। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, শহরটি এখন “ধ্বংসস্তূপের মাঠে” পরিণত হয়েছে।

রোববারের হামলায় আল-কুদস আল-ইয়াওম টিভির সাংবাদিক ইসলাম আবেদ নিহত হন। গাজার গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ২৪৭ সাংবাদিক নিহত হয়েছেন। খান ইউনিসের নাসের হাসপাতালে একইদিনে ইসরায়েলি হামলায় আরও ২১ জন নিহত হন, যাদের মধ্যে পাঁচজন সাংবাদিক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং ১ লাখ ৬০ হাজারের বেশি আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং প্রায় ২০০ জনকে আটক করা হয়েছিল।

রোববার শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির আরও হামলার নির্দেশ দেন। অন্যদিকে, হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড দাবি করেছে, তারা গাজা সিটিতে ইসরায়েলি সেনাদের দুটি যানবাহনে আক্রমণ চালিয়েছে। এর মধ্যে একটি মার্কাভা ট্যাংকে ইয়াসিন-১০৫ রকেট নিক্ষেপ এবং একটি ডি-৯ সামরিক বুলডোজারকে বিস্ফোরক দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নয়াদিল্লি-বেইজিং সম্পর্কে নাটকীয় মোড়
নয়াদিল্লি-বেইজিং সম্পর্কে নাটকীয় মোড়
বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, চীন সফর বাতিল প্রেসিডেন্টের
বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, চীন সফর বাতিল প্রেসিডেন্টের
গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৭৭ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৭৭ ফিলিস্তিনি