• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাকৃবি শিক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

বাকৃবি প্রতিনিধি    ১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বহিরাগতদের হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

অধ্যাপক মুজিবর রহমান বলেন, “বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় খোলা রাখা ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই সর্বসম্মতভাবে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এদিকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেনে নিন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে কখন
জেনে নিন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে কখন
জকসু নির্বাচনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন
জকসু নির্বাচনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তেজনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তেজনা