• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যাসিবাদকে পুনবার্সন করতেই নুরের ওপর হামলা : ডাঃ ইরান

নিজস্ব প্রতিবেদক    ৩১ আগস্ট ২০২৫, ০৭:৩০ পি.এম.
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ফ্যাসিবাদী অপশক্তিকে পুনবার্সনের লক্ষ্যে পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধাদের ওপর সেনা-পুলিশ হামলা করেছে, যা গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দিয়ে শুরু করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এবং বাহিরে আওয়ামী ফ্যাসিবাদের দোসরা ঘাপটি মেরে বসে আছে। এসময় তিনি, জাতিসঙ্ঘ কর্তৃক স্বীকৃত গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের শরিক ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবী জানিয়ে।

রোববার ( ৩১ আগস্ট ) জাতীয় প্রেসক্লাবের সামনে নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সংহতি সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন।  

ডাঃ ইরান বলেন, ফ্যাসিবাদ বিভিন্নভাবে উঁকিঝুঁকি দিচ্ছে। একাত্তরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ফ্যাসিবাদের পুনবার্সনের চেষ্টা করলে ছাত্র-জনতা সেটি প্রতিহত করবেই। মুক্তিযোদ্ধা পরিচয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য জুলাই যোদ্ধাদের পাশাপাশি পুরো জাতিকে গালাগালি করবেন। এটি কাম্য নয়। মেনে নেয়া যায় না। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির অন্যতম নেতা নুরুল হক নুরের উপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না উল্লেখ করে তিনি সিসিটিভি ফুটেজ এবং গণমাধ্যম কর্মীদের ধারণকৃত ভিডিও দেখে অনতিবিলম্বে হামলাকারী আওয়ামী দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলনের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদি, মোঃ হোলাল উদ্দিন চৌধুরী, জনঅধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাট, মুসলিম সমাজের সভাপতি মোঃ মাসুদ হোসেন, গনফোরামের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু, আমজনতার দলের যুগ্ম-মহাসচিব মুজাহিদ ইব্রাহিম, লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় নেতা লিটন খান রাজু, মোঃ বাদশা তালুকদার, ঢাকা মহানগর যুগ্ম-আহবায়ক মোঃ মাসুদ আলম পাটওয়ারী, মুফতি আরিফ বিন শাহিদ, সদস্য এনামুল হক, ছাত্রমিশন সাধারন সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শোঃ হাফিজুর রহমান রিফাত ও নগর আহবায়ক রায়হান উদ্দিন সনি প্রমুখ। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব : আমিনুল হক
জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব : আমিনুল হক
নির্বাচন বানচাল করতে অদৃশ্য শক্তি কাজ করছে : তারেক রহমান
নির্বাচন বানচাল করতে অদৃশ্য শক্তি কাজ করছে : তারেক রহমান
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে দু’একটি দল বাধা দিচ্ছে : জামায়াত
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে দু’একটি দল বাধা দিচ্ছে : জামায়াত