• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গুড়ার অবৈধ কমিটির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০৯:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে বিএনপি’র সকল ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগপন্থী ও আত্মীয়-স্বজন দ্বারা "অবৈধ কমিটি" প্রণয়নের অভিযোগ এনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও ত্যাগী নেতাকর্মীদের সম্পূর্ণ উপেক্ষা করে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের ও স্বজনদের দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এতে দলের প্রকৃত নিবেদিত প্রাণ নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন।

বক্তারা অবিলম্বে এ ধরনের "অবৈধ কমিটি" বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক সদস্য মো: আয়নুল হক,  সাবেক সদস্য সচিব ও সিঃ যুগ্ম আহবায়ক, জনতার চেয়ারম্যান মো: আব্দুল মান্নান, সাবেক যুবদল সভাপতি ও যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মো: আলতাফ হোসেন মাস্টার, সাবেক সেচ্ছাসেবকদলের সভাপতি ও যুগ্ম আহবায়ক মো: জহুরুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য মো: ময়ছের ফকির, সদস্য মো: আমিনুল ইসলাম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মো: আব্দুল জব্বার খান, ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মো: আলহাজ্ব উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য মো: লিটন হোসেন, আহবায়ক কমিটির সদস্য মো: হুমায়ুন কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: আমিরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: আলেপ আলী, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: গোলাপ হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জামাল উদ্দিন সরকার, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আলতাফ হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: জহুরুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: সানোয়ার হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: আব্দুস সামাদ খানসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
রাজবাড়ী দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠান
চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজশাহী চারঘাটের আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন বসবাসের অনুপোযোগী
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন