বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৈয়দপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সৈয়দপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪আগস্ট) রাত ৯ টার দিকে সৈয়দপুর শহরের শহীদ ডাঃ জিকরুল সড়কস্হ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাজনৈতিক বিএনপি,র সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার , সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কন্ঠ শিল্পী বেবী নাজনীন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সহ সভাপতি এডভোকেট এসএম ওবায়দুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, এমএ পারভেজ লিটন, মনোয়ার হোসেন চৌধুরী মন্টু, সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবু সরকার, শ্রম বিষয়ক সম্পাদক ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সৈয়দপুর উপজেলা বিএনপি র সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান কার্জন, সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আওতাধীন কিশোরগঞ্জ উপজেলা বিএনপি র সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক মোঃ শেখ বাবলু ও সাংবাদিক মাইনুল হক সহ বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন করতে বিএনপি,ও অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা প্রস্তুতি সভা করা হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে সকল সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ঐতিহাসিক সমাগম ঘটবে বলে জানান বক্তারা বলেন।
ভিওডি বাংলা/ এমএইচ