• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আড়াইশো কোটির বাংলোয় উঠছেন রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক    ২৫ আগস্ট ২০২৫, ০২:১০ পি.এম.
রণবীর কাপুর ও আলিয়া ভাট সাথে কন্যা রাহা কাপুর। ছবি: সংগৃহীত

বলিউডের সুখী দম্পতিদের মধ্যে রণবীর কাপুর ও আলিয়া ভাট অন্যতম। ব্যক্তিগত ও পেশাগত জীবনে তাদের বোঝাপড়া বলিউডে উদাহরণ হয়ে উঠেছে।

২০২২ সালের এপ্রিলে বিয়ের পর থেকেই নতুন বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন তারা। অবশেষে মুম্বাইয়ের বান্দ্রায় ছয়তলা বিশিষ্ট সেই বিলাসবহুল বাংলোটি প্রায় প্রস্তুত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে বাংলোটির সম্পূর্ণ বাইরের দৃশ্য দেখা গেছে। বাড়িটির মূল্য প্রায় আড়াইশো কোটি রুপি বলে জানা গেছে। প্রতিটি বারান্দা ঘেরা সবুজ গাছপালা আর ভেতরে বিশাল ঝাড়বাতি বাড়ির সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণে।

বাংলোটির নাম রাখা হয়েছে ‘কৃষ্ণা রাজ’, প্রয়াত দাদা-দাদী তথা কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা রাজ কাপুর এবং তার স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের স্মরণে। ঐতিহাসিক এই বাড়িটি ১৯৮০ সালে ঋষি কাপুর ও নীতু কাপুরের হাতে আসে। এবার নতুন রূপে এটি দাঁড়াচ্ছে রণবীর-আলিয়ার স্বপ্নের আবাস হিসেবে।

জানা গেছে, আগামী এক মাসের মধ্যেই বাড়ির কাজ সম্পন্ন হবে। দীপাবলির আগেই সেখানে উঠবেন রণবীর-আলিয়া। একই সঙ্গে ৮ নভেম্বর কন্যা রাহা কাপুরের তৃতীয় জন্মদিনও নতুন বাংলোতেই উদযাপন করার পরিকল্পনা তাদের। ভবিষ্যতে বাংলোটি রাহার নামে নিবন্ধিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ আমেরিকা নয়, পাকিস্তান হলো : স্বাধীন খসরু
দেশ আমেরিকা নয়, পাকিস্তান হলো : স্বাধীন খসরু
বর্ষার পথে এবার চলচ্চিত্র ছাড়ার চিন্তায় অনন্ত জলিল
বর্ষার পথে এবার চলচ্চিত্র ছাড়ার চিন্তায় অনন্ত জলিল
মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল: শাওন
মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল: শাওন