রাজনীতি করতে গেলে ত্যাগ স্বীকার করতে হয় : এ্যানি


বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতি করছি সম্মান এবং সেবাকে অগ্রাধিকার দিয়ে। রাজনীতি করতে গেলে ত্যাগ স্বীকার করতে হয়। কেউ যদি পকেটস্থ করার জন্য রাজনীতি করতে চান, তাহলে বিএনপি থেকে আপনাকে বিদায় নিতে হবে। তারেক রহমান কিন্তু এবার খুব কঠোর।
রোববার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে এ আয়োজন করা হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘তারেক রহমান আগামী নির্বাচনের পরে জনগণের সমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা তৈরি করেছেন। আমরা তার অপেক্ষায় আছি।
তিন বলেন, ‘তারেক রহমান দেশে আসবেন। তারেক রহমান দেশে আসার আগে কী কী পরিকল্পনা, কী কী কাজ, একদিকে দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কী উদ্যোগ গ্রহণ করতে হবে, অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করছেন।
কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুনের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
কমলনগর উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদল হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ