রাজারহাটে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীর অভিভাবকদের প্রশিক্ষণ


কুড়িগ্রামের রাজারহাটে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের নিয়ে আয়বর্ধক ও ব্যবসা উন্নয়ন বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮ থেকে ২১ আগস্ট পর্যন্ত রাজারহাট ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ। আর্থিক ও কারিগরি সহযোগিতা করে এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় মোট ৩০ জন অভিভাবক অংশ নেন। তারা কৃষি, মৎস্য ও ক্ষুদ্র ব্যবসায় বাস্তব জ্ঞান অর্জন করেন।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. রহমত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. সাইফুন্নাহার সাথী, পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, সিএনবি প্রকল্প সমন্বয়কারী অলিক রাংসা এবং প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো. নজরুল ইসলাম ও রেজাউল ইসলামসহ স্থানীয় বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।
ভিওডি বাংলা- প্রহলাদ মন্ডল সৈকত/জা