মারা গেছেন ‘দয়ালু বিচারক’ ফ্রাঙ্ক ক্যাপ্রিও


জনপ্রিয় টিভি অনুষ্ঠান Caught in Providence-এর বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই। অগ্ন্যাশয় ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর বুধবার (২০ আগস্ট) শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
মানুষের প্রতি সহানুভূতি, বিনয় ও মানবিকতার জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন ক্যাপ্রিও। আদালতের ভেতরে-বাইরে তাঁর আন্তরিকতা, রসবোধ ও সদয় আচরণ কোটি মানুষের হৃদয় জয় করেছিল। এজন্যই তিনি “বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক” হিসেবে খ্যাতি পান।
১৯৩৬ সালের ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রভিডেন্সে জন্ম নেওয়া ক্যাপ্রিও শিক্ষকতা করাকালীন রাতে আইন পড়াশোনা করেন এবং সাফোক ইউনিভার্সিটি থেকে আইন ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৮৫ সালে প্রভিডেন্স মিউনিসিপাল কোর্টে বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০২৩ সাল পর্যন্ত প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন।
সামাজিক মাধ্যমেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়-ফেসবুকে তাঁর অনুসারী ছিল ৩৪ লাখ, ইনস্টাগ্রামে ৩৩ লাখ এবং টিকটকে ১৬ লাখ। মৃত্যুর আগের দিনও হাসপাতাল থেকে ভক্তদের উদ্দেশে শেষ পোস্টে তিনি লিখেছিলেন, “আমাকে শেষবারের মতো প্রার্থনায় মনে রাখবেন।”
রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাকি তাঁকে ‘রোড আইল্যান্ডের গর্ব’ আখ্যা দিয়ে অঙ্গরাজ্যের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। তাঁর ছেলে ফ্রাঙ্ক ক্যাপ্রিও জুনিয়র জানান, ‘আমার বাবা সবসময় দানশীল ছিলেন। অন্যকে সাহায্য করতেই তিনি বেঁচে থাকতেন। আমরা যদি ভালো কাজ চালিয়ে যাই, তাঁর উত্তরাধিকার বেঁচে থাকবে।’
ভিওডি বাংলা/জা