• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেলয়েট আরও ৩ ব্যাংকের আর্থিক অবস্থা যাচাই করছে

নিজস্ব প্রতিবেদক    ২১ আগস্ট ২০২৫, ০১:১১ পি.এম.
প্রতীকী ছবি

আওয়ামী শাসনামলে লুটপাট ও অব্যবস্থাপনার কারণে আর্থিক সংকটে পড়া আরও তিনটি ব্যাংকের সম্পদের মান যাচাই শুরু করেছে আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলয়েট।

ব্যাংক তিনটি হলো: আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংক। এই নিরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে ব্যাংকগুলো একীভূত করা হবে, অন্য ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে, অবসায়ন করা হবে, নাকি পুঁজি সহায়তার মাধ্যমে পুনর্গঠন করা হবে।

সম্পদের মান যাচাই বা অ্যাসেট কোয়ালিটি রিভিউ (AQR) এর আওতায় সম্প্রতি ডেলয়েট প্রতিনিধি দল আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেছে। পরিদর্শনে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে, চলতি বছরের জুলাইতে বাংলাদেশ ব্যাংক দ্বিতীয় দফায় আরও ১১টি ব্যাংকে AQR চালানোর সিদ্ধান্ত নেয়। এই ব্যাংকগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউসিবি, এনআরবি, প্রিমিয়ার ব্যাংক, মেঘনা ব্যাংক, ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, এই নিরীক্ষার মাধ্যমে ব্যাংকগুলোর প্রকৃত খেলাপি ঋণ, পুঁজির ঘাটতি, আমানতের হিসাব ও ঝুঁকিপূর্ণ সম্পদের মাত্রা পর্যালোচনা করা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে ব্যাংক একীভূতকরণ বা পুনর্গঠনের খরচ নির্ধারণ করা হবে।

এর আগে, আর্নেস্ট অ্যান্ড ইয়াং ও কেপিএমজি আন্তর্জাতিক দুটি নিরীক্ষা প্রতিষ্ঠান এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ছয়টি ব্যাংকের AQR সম্পন্ন করে। পরীক্ষায় দেখা যায় তাদের প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ পূর্বের তুলনায় চারগুণ বেশি।

বিশেষভাবে, ICB ইসলামিক ব্যাংক বিদেশি মালিকানার কারণে আপাতত একীভূতকরণের বাইরে রাখা হয়েছে। তবে বাকি পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক একত্র করে নতুন ব্যাংক গঠনের পরিকল্পনা রয়েছে। সরকারের পুঁজিসহায়তা হিসেবে ২০ হাজার কোটি টাকা, আমানত সুরক্ষা তহবিল থেকে ১৫ হাজার কোটি টাকা এবং আন্তর্জাতিক সংস্থার সহায়তা থেকে তহবিল সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

খাত সংশ্লিষ্টদের মতে, দেশের ব্যাংক খাত পুনর্গঠনে এই আন্তর্জাতিক নিরীক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে একীভূতকরণ বা অবসায়নের যে কোনো সিদ্ধান্ত রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্পর্শকাতর।

ভিওডি বাংলা/ জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ দুর্বল ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
পাঁচ দুর্বল ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত
সোনা ও রুপার দাম আজকের বাজার
সোনা ও রুপার দাম আজকের বাজার