• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজবাড়ী প্রতিনিধি    ১৯ আগস্ট ২০২৫, ১০:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য র‌্যালি, পথসভা, বৃক্ষরোপণ ও ডাস্টবিন স্থাপন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমানের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিজান, শহীদ পাল, সৈকত মাহমুদ ও জাহাঙ্গীর খান বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিএনপি ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জনগণের রায় মেনে নেয়ার মতো সাহস থাকলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বক্তারা অভিযোগ করেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি ‘কর্মীবিহীন দল’ নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তারা বিশ্বাস প্রকাশ করেন, আগামী ২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।

সভা শেষে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার পাঁচটি উপজেলায় পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পেয়েও মুক্তি মিললো না সাবেক এমপি চয়নের
জামিন পেয়েও মুক্তি মিললো না সাবেক এমপি চয়নের
৫ বছরেও হয়নি সড়ক মেরামত, এলাকাবাসীর উদ্যোগে সংস্কার
৫ বছরেও হয়নি সড়ক মেরামত, এলাকাবাসীর উদ্যোগে সংস্কার
শিক্ষা ক্যাডারে সিন্ডিকেটের ছত্রছায়ায় লোকমান ভূঁইয়া তদন্তেও গোপন রহস্য
শিক্ষা ক্যাডারে সিন্ডিকেটের ছত্রছায়ায় লোকমান ভূঁইয়া তদন্তেও গোপন রহস্য