• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ড্রেজার মালিকসহ আটক ৩

গাইবান্ধা প্রতিনিধি    ১৯ আগস্ট ২০২৫, ০১:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পার সোনাইডাঙ্গা নামক এলাকায় সাঘাটা সেনাক্যাম্পের যৌথ অভিযান চলাকালে ড্রেজার মালিক সহ ৩ জনকে আটক ও ৭টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। 

পরে আটককৃত ড্রেজার মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে গোপন সংবাদ পেয়ে সাঘাটা সেনাক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রাকিব উদ্দিনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলার পার সোনাইডাঙ্গা নামক এলাকায় কাটাখালি ও বাঙ্গালী নদীতে অবৈধ ড্রেজার মেশিন চালু অবস্থায় দেখে। সেখান থেকে ড্রেজার মেশিন মালিক হরিনার্থ পুর বিশপুকুর গ্রামের রমজান আলী ছেলে রোস্তম আলী(৩৩) শ্রমিক সোনা মিয়া ও শাকিলকে হাতে নাতে আটক করেন। 

পরে গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইয়াসা রহমান তপাদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।  ভ্রাম্যমান আদালতে ড্রেজার মালিক রোস্তম আলীকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের জেল শুনানী দেওয়া হয়।

এছাড়া ২ শ্রমিকের একজনের ওই রকম বালু উত্তোলনের মামলার ওয়ারেন্ট থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়নি। অপর শ্রমিক সোনা মিয়াকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়।
এছাড়াও সাতটি ড্রেজার মেশিন জব্দ করে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
রাজশাহী পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ
রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ