• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনের অগ্রগতি জানতে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১৭ আগস্ট ২০২৫, ০৬:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৭ আগস্ট) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।  এমনটাই জানিয়েছেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন সূচি সম্পর্কে জানতে বিএনপির প্রতিনিধি দলটি ইসি ভবনে আসে। বৈঠকের আগে সাংবাদিকদের কাছে নজরুল ইসলাম খান বলেন, তারা নির্বাচন কমিশনের অগ্রগতির বিষয়গুলো জানার চেষ্টা করবেন। আমরা সিইসির কাছে সময় চেয়েছিলাম। তিনি সময় দিয়েছেন।

অতীতের এসব বৈঠকে প্রায়শই বিভিন্ন রাজনৈতিক দল তাদের দাবি ও সুপারিশ পেশ করেছে এবং নির্বাচন কমিশন সেগুলোর বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এই বৈঠকটি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির চলমান আলোচনার একটি অংশ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘না’ভোটের প্রস্তাব বিএনপির নয় : নজরুল ইসলাম
‘না’ভোটের প্রস্তাব বিএনপির নয় : নজরুল ইসলাম
ইসলাম ক্ষমতায় আসলে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে : ফয়জুল করীম
ইসলাম ক্ষমতায় আসলে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে : ফয়জুল করীম
চরম দুর্নীতির কারণেই বন্ধ হয় চিনিকল-পাটকল : সাকি
চরম দুর্নীতির কারণেই বন্ধ হয় চিনিকল-পাটকল : সাকি