• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাবর-রিজওয়ানহীন পাকিস্তান, এশিয়া কাপে নেতৃত্বে সালমান আগা

স্পোর্টস ডেস্ক    ১৭ আগস্ট ২০২৫, ০২:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

অবশেষে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গুঞ্জনই সত্যি হলো-দলে জায়গা হয়নি অভিজ্ঞ দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকভাবে বাইরে থাকা এই দুই তারকাকে আসন্ন টুর্নামেন্টেও বিবেচনায় আনেনি নির্বাচকরা।

টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিতব্য এই এশিয়া কাপে পাকিস্তান দলের নেতৃত্বে থাকবেন সালমান আগা। দলে রাখা হয়েছে ফর্মে থাকা ব্যাটার ফখর জামান, সাইম আইয়ুব ও খুশদিল শাহকে। উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হারিস।

পেস আক্রমণে আছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলী। স্পিন বিভাগে রয়েছেন মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদ।

এশিয়া কাপের আগে একই দল অংশ নেবে একটি ত্রিদেশীয় সিরিজে, যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ, সব ম্যাচই শারজাহতে। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ, যার ফাইনালসহ সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবি ও দুবাইয়ে।

গ্রুপ ‘এ’তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, ওমান ও স্বাগতিক আমিরাত।

পাকিস্তান দল: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির জাদুতে মায়ামির দাপুটে জয়
মেসির জাদুতে মায়ামির দাপুটে জয়
কোয়াব পরিচালনা কমিটিতে থাকছেন নারী ক্রিকেটার
কোয়াব পরিচালনা কমিটিতে থাকছেন নারী ক্রিকেটার
চোট কাটিয়ে মাঠে ফিরছেন মেসি
চোট কাটিয়ে মাঠে ফিরছেন মেসি