সিলেট সদরে বাসাবাড়িতেও মিলছে লুটের পাথর


সিলেট সদর উপজেলার সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে লুট করা বিপুল পরিমাণ পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাদাপাথরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে রাতের অন্ধকারে ট্রাক ও নৌকায় করে পাথর পাচার করা হচ্ছিল। এ ঘটনায় প্রশাসন বিশেষ অভিযান শুরু করে। অভিযানের সময় মাটি চাপা দেওয়া এবং লুকিয়ে রাখা অবস্থায় পাথরগুলো উদ্ধার করা হয়। পরে এসব পাথর ধলাই নদীতে ফেলে দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ জানান, বহুদিন ধরেই রাতের বেলায় ট্রাক ও নৌকার মাধ্যমে পাথর পাচার হতে দেখছি। এভাবে চলতে থাকলে সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাবে। প্রশাসনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই, তবে শুধু অভিযান নয়-যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, তাদেরও আইনের আওতায় আনা উচিত।’
উপজেলা প্রশাসনের তথ্যমতে, অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন ক্রাশার মিল এবং স্থানীয় বাসাবাড়ি থেকেও উল্লেখযোগ্য পরিমাণ পাথর উদ্ধার করা হয়েছে। অনেক বাড়িতেই সাদাপাথর মজুত করে লুকিয়ে রাখা হয়েছিল।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত বলেন, ‘এখন পর্যন্ত আমরা ২০-২৫টি বাড়ি থেকে পাথর উদ্ধার করেছি, যেগুলোর পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। এছাড়া বিভিন্ন ক্রাশার মিল থেকে ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। যারা এই লুটপাটে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
ভিওডি বাংলা/জা