• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মৌলিক অধিকার রক্ষায় কার্যকর কমিশন গঠন হয়নি- আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১৬ আগস্ট ২০২৫, ০৪:২৮ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম -ছবি ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, দেশের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় কোনো কার্যকর কমিশন গঠন হয়নি। অথচ ক্ষমতার লড়াই আর পালাবদলের রাজনীতির বাইরে এসে এখন সময় হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে জাতীয় আলোচনা করার।

তিনি বলেন, আগামী নির্বাচনে আমি প্রার্থী হবো। যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে আদাবর এলাকার স্বাস্থ্য ও শিক্ষার সমস্যাগুলো বাস্তবায়নে আমি সরকারের সঙ্গে শক্ত অবস্থান নেবো। প্রয়োজন হলে আন্দোলন করবো, দাবি আদায়ের জন্য যা যা করণীয়, তাই করবো।’

শনিবার ১৬ আগস্ট রাজধানীতে নারী ও শিশুদের শিক্ষা ও চিকিৎসা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবদুস সালাম। সমাজে নারী ও শিশুদের কল্যাণে আয়োজিত এই মানবিক উদ্যোগের প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

আবদুস সালাম বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ক্রীড়াসহ সমাজের প্রতিটি খাতে শুধু সরকারের ওপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। সমাজের বিত্তবান, ডাক্তার, প্রকৌশলী ও ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে। দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও চিকিৎসা সবচেয়ে জরুরি দু’টি খাত। কিন্তু দুঃখজনকভাবে এই দুই খাতই আজ বাণিজ্যিকীকরণের শিকার।

তিনি অভিযোগ করেন, ‘আজকে বড় বড় মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে উঠেছে, কিন্তু সেখানে দরিদ্র মানুষের জন্য চিকিৎসার সুযোগ নেই। সপ্তাহে অন্তত একদিন হলেও গরিবদের জন্য ফ্রি চিকিৎসা নিশ্চিত করা উচিত।’

শিক্ষা ব্যবস্থা নিয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। ‘আজ একটি সেমিস্টারের পেছনে লাখ লাখ টাকা খরচ করতে পারে, এমন শিক্ষার্থীই সুযোগ পাচ্ছে। গরিব ঘরের মেধাবী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। এটা ভয়াবহ বৈষম্যের উদাহরণ।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনের মূল ভূমিকা পালন করবে জনগণ : হাসনাত
নির্বাচনের মূল ভূমিকা পালন করবে জনগণ : হাসনাত
লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনের ওহি এনেছেন : পাটওয়ারী
লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনের ওহি এনেছেন : পাটওয়ারী
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে