• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জয়পুরহাট ছাত্রদলের কাউন্সিলকে ঘিরে সংঘর্ষ, পুলিশসহ আহত ৭

জয়পুরহাট প্রতিনিধি:    ১৫ আগস্ট ২০২৫, ০৭:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ছাত্রদল নেতা তামিম (২২), আরিফুল ইসলাম (২৫), শাহরিয়ার কবির (২৩), রাফি (২৬), সোয়ায়েব হোসেন (২৪), সোহান কবির (২৮) ও পুলিশের উপ-পরিদর্শক আরিফুল ইসলাম (৪৫)। তারা সবাই বর্তমানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেনের নেতৃত্বে কলেজ ছাত্রদলের একটি পক্ষ শুক্রবার সকাল থেকে কলেজে অবস্থান নেয়। এ সময় তারা কাউন্সিলের প্রতিবাদে নানা রকম স্লোগান দিতে থাকেন। এর ফলে বিকেল ৩টায় কাউন্সিল করতে পারেনি কেন্দ্রীয় নেতারা। একপর্যায়ে কলেজ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

তারা আরও জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কলেজ ছাত্রদলের নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে অপর একটি মিছিল নিয়ে কলেজ ফটকের দিকে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে কয়েকজন আহত হয়।

জয়পুরহাট সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের বলেন, ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় একজন পুলিশ আহত হয়েছেন। এছাড়া ছাত্রদলের কয়েকজন আহত হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উলিপুর উন্নয়ন ফোরামের আয়োজনে চার হাজার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
উলিপুর উন্নয়ন ফোরামের আয়োজনে চার হাজার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সিলেট সদরে বাসাবাড়িতেও মিলছে লুটের পাথর
সিলেট সদরে বাসাবাড়িতেও মিলছে লুটের পাথর
জামায়াত ও এনসিপি চায় না নির্বাচন হোক: দুলু
জামায়াত ও এনসিপি চায় না নির্বাচন হোক: দুলু