• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে সামাজিক সংগঠন একতাবন্ধন কতৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১১ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে “গড়তে আলোকিত সুন্দর পৃথিবী, এগিয়ে এসো হে প্রিয় মেধাবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো পৌরসভার সামাজিক সংগঠন একতাবন্ধন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

রোববার (১০ আগষ্ট) বিকালে অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাসেল ইকবাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

প্রধান অতিথি বলেন, কৃতি শিক্ষার্থীরা আগামী দিনের দেশ গঠনের প্রধান শক্তি। আলোকিত ও সুন্দর সমাজ গঠনে তাদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলে এলাহী, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, চট্টগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নাছির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাস্টার লোকমান আহমদ, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন চক্রবর্তী, সরল আমিয়া উচ্চ বিদ্যালয় অভিভাবক সদস্য আহমদ ছগির তালুকদার প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ভুয়া কবিরাজের দৌরাত্ম্য
সিরাজগঞ্জে ভুয়া কবিরাজের দৌরাত্ম্য